লোকসংবাদ প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি বিদ্রোহী প্রার্থী আবুল কাশেম। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর তথ্য নিশ্চিত করে আবুল কাশেম সোমবার জানান, দলের চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত মহাসচিবের সাথে সাক্ষাত শেষে এই সিদ্ধান্ত নিয়েছি। দলের হাইকমান্ড ভবিষ্যতে আমাকে মূল্যায়ন করার আশ্বাস দিয়েছেন। ২৭ ফেব্রুয়ারির নির্বাচনে নিজ কর্মী সমর্থকদের নিয়ে দলীয় প্রার্থী আনোয়ার হোসেন কামালের পক্ষে কাজ করবো।
চেয়ারপার্সনের সাথে সাক্ষাতের সময় নোয়াখালী-২ (চাটখিল ও সোনাইমুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে জানান আবুল কাশেম ।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি বিদ্রোহী প্রার্থী আবুল কাশেম। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর তথ্য নিশ্চিত করে আবুল কাশেম সোমবার জানান, দলের চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত মহাসচিবের সাথে সাক্ষাত শেষে এই সিদ্ধান্ত নিয়েছি। দলের হাইকমান্ড ভবিষ্যতে আমাকে মূল্যায়ন করার আশ্বাস দিয়েছেন। ২৭ ফেব্রুয়ারির নির্বাচনে নিজ কর্মী সমর্থকদের নিয়ে দলীয় প্রার্থী আনোয়ার হোসেন কামালের পক্ষে কাজ করবো।
চেয়ারপার্সনের সাথে সাক্ষাতের সময় নোয়াখালী-২ (চাটখিল ও সোনাইমুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে জানান আবুল কাশেম ।
- আবু নাছের মঞ্জু