সর্বশেষ

স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে নোবিপ্রবিতে শিক্ষক সমিতির মানববন্ধন

লোকসংবাদ প্রতিবেদন
স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাঙ্গণে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, ট্রেজারার ফতেহ নূর রোবেল, ফিশারিজ এন্ড মেরিন সাযেন্স বিভাগের চেয়ারম্যান ড. মো: জাহাঙ্গীর সরকার, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সেলিম হোসেন, শিক্ষক সমিতির প্রচার সম্পাদক মো: গোলাম মোস্তফা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এ কে এম সাঈদুল হক চৌধুরী স্বতন্ত্র বেতন কাঠামোর দাবির ব্যাপারে ঐক্যমত্য প্রকাশ করেন।
বক্তাগন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো এবং তাঁদের চাকুরীর বয়সসীমা ৬৭ করার দাবি জানান।
#

  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.