সর্বশেষ

গণ অসন্তোষ না থাকলে গণআন্দোলনের পরিবেশ সৃষ্টি হয় নাঃ যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের

লোকসংবাদ প্রতিবেদন
দেশে সরকার বিরোধী আন্দোলনের মতো কোন পরিস্থিতি সৃষ্টি হয়নি মন্তব্য করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণ অসন্তোষ না থাকলে গণআন্দোলনের পরিবেশ সৃষ্টি হয় না। তাই বিএনপির নেতৃত্বাধীন বিরোধী জোটের সরকার বিরোধী আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে হলে আরো অনেক দিন অপেক্ষা করতে হবে।

তিনি আরো বলেন, রমজানের পূর্বে থেকেই শুনে আসছি, রমজানের ঈদের পর আন্দোলন করবে বিএনপি। এখন শুনছি তারা আন্দোলনের প্রস্ততি নিচ্ছে। খালেদা জিয়ার জম্মদিন পালনের প্রসঙ্গ টেনে আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর এই সদস্য বলেন, জাতীর শোকের দিনে কেক কেটে যারা বিতর্কিত জন্মদিনের উৎসব করে তাদের সাথে সংলাপে বসার কোন পরিবেশ থাকে না।

মন্ত্রী শনিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে অস্বাভাবিক জোয়ার ও  নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে এসে দূর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌস, পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান বাদল প্রমুখ।


  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.