সর্বশেষ

গানের ভুবনে ঝড় তুলতে 'ঐশী এক্সপ্রেস' এখন বাজারে

নোয়াখালীর মেয়ে নবীন কণ্ঠশিল্পী ঐশীর প্রথম একক অ্যালবাম ‘ঐশী এক্সপ্রেস’ লেজার ভিশনের ব্যানারে সম্প্রতি বাজারে এসেছে । ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরায় ‘ঐশী এক্সপ্রেস অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন গীতিকবি মোহাম্মদ রফিকুজ্জামান, সংগীতশিল্পী সামিনা চৌধুরী ও গায়ক, সুরকার, সংগীত পরিচালক বাপ্পা মজুমদার।

এ সময় আরো উপস্থিত ছিলেন লেজার ভিশনের চেয়ারম্যান আরিফুর রহমান, বাসু দেব ঘোষ, আসিফ আকবর, ইবরার টিপু, গান বাংলা টেলিভিশনের চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন, খন্দকার ইসমাইল, আনজাম মাসুদ, জুয়েল মোর্শেদ, সাব্বির, লিজাসহ সংগীতাঙ্গনের অনেকে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শিল্পীকে শুভাশিষ জানান অতিথিরা। একটি গানের দ্বৈত ভার্সনসহ ‘ঐশী এক্সপ্রেস’ অ্যালবামটিতে মোট গান রয়েছে ১১টি। সবগুলো গানেরই কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত করেছেন ইমরান।

‘তুমি চোখ মেলে তাকালে’, ‘জানিনা জানিনা’ এবং ‘এই ফাগুনে’ শিরোনামের তিনটি গানে ঐশীর সঙ্গে দ্বৈত কণ্ঠও দিয়েছেন ইমরান। অ্যালবামের অন্য গানগুলোর শিরোনাম ‘মুঠো মুঠো ভালোবাসা’, ‘হাবিবী’, ‘মন জানে’, ‘ব্রেক আপ’, ‘চুপিচুপি’, ‘বৃষ্টি’ ও ‘প্রেমে পড়েছি’।

অ্যালবামটি প্রসঙ্গে ঐশী বলেন, ‘দুই বছরেরও বেশি সময় নিয়ে আমরা অ্যালবামটি তৈরি করেছি। এতে শ্রোতারা সব ধরনের গানের স্বাদ পাবেন। গানগুলো সবাই পছন্দ করলে সামনে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা পাবো।’

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.