সর্বশেষ

সেনবাগে অগ্নিকান্ডে পুড়েছে বসতঘর ও দোকানঘর

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নে অগ্নিকান্ডে একটি বসতঘর ও নয়টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোর পাঁচটার দিকে নজরপুর আবদুর রহমান উচ্চ বিদ্যালয়ের পাশের এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে নজরপুর আবদুর রহমান উচ্চ বিদ্যালয়ের পাশে নুরুল আলমের বসতঘর ও পাশ্ববর্তী কয়েকটি দোকানঘরে আগুনের লেলিহান দেখে স্থানীয় লোকজন ছুটে যায়। মুহুর্তের মধ্যে নুরুল আলমের বসতঘর, আবুল খায়েরের চা দোকান, কামাল ষ্টোর, সেলিম স্টেশনারি, অনিল ফার্মেসি, হোসেন ক্রোকারিজ, মামুনের চা দোকান, শওকত ষ্টোর, হক ষ্টোর, ও একটি সেলুন দোকান পুড়ে ছাই হয়ে যায়।

চৌমুহনী ফায়ার সার্ভিসের টিম লিডার মো. ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় একঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন তিনি।

  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.