বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের অবরোধ-হরতালে ফেনীর দাগনভূঞায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার পর বাসটির ছাদে থাকা চার হাজার কবুতরের বাচ্চা পুড়ে গেছে। সোমবার ভোরে মুক্তারবাড়ী এলাকায় ফেনী-নোয়াখালী মহাসড়কে এ ঘটনা ঘটে।
দাগনভূঞা থানার ওসি আবুল ফয়সল জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চালানো হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী থেকে ফেনীগামী সুগন্ধা পরিবহনের বাসটি দাগনভূঞার মুক্তারবাড়ী এলাকায় পৌঁছলে ৭/৮ জন মুখোশধারী দুর্বৃত্ত গাড়িটির গতিরোধ করে যাত্রীদের নামিয়ে দেয়। এ সময় তারা পেট্রোল ঢেলে গাড়িতে আগুন দেয়। পরে স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসের ছাদে থাকা প্রায় চার হাজার কবুতরের বাচ্চা ইতোমধ্যেই পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত কবুতর ব্যবসায়ী সাহাব উদ্দিন বলেন, “আগুনে আমার চার হাজার কবুতর বাচ্চা পুড়ে গেছে, যার আনুমানিক বাজারমূল্য আট লাখ টাকা। আমি নিঃস্ব হয়ে গেছি।”