নোয়াখালী জেলা শহর মাইজদীতে সড়কে যাত্রীবাহী বাসে হাতবোমা নিক্ষেপের সময় বৃহস্পতিবার দুপুরে যুবদলের দুই কর্মীকে আটক করে পুলিশ। এরা হলেন-শহরের হরিনারায়নপুরের গুলজার আহম্মদের ছেলে সাজ্জাদ হোসেন শাওন(২০) ও আলীপুরের আবদুল মোতালেবের ছেলে ইমু হাসান ইমাম(২১)। তারা যুবদল কর্মী বলে জানিয়েছে পুলিশ। এর আগে দত্তেরহাট থেকে ট্রাকে অগ্নিবোমা নিক্ষেপের মামলায় ছাত্রদলের সোনাপুর কলেজ শাখার যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন সবুজকে গ্রেপ্তার করে পুলিশ।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দুপুর পৌনে দুইটার দিকে জেলা শহরের সিনেমা হলের সামনে প্রধান সড়কে সোনাপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একুশে পরিবহণের একটি বাস লক্ষ্য করে মটরসাইকেল আরোহী তিন যুবক হাতবোমা নিক্ষেপ করে। তবে এতে বাস বা যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ শাওন ও হাসান ইমমিকে ধাওয়া দিয়ে আটক করে। অন্যজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় যেতে সক্ষম হয়।
আটককৃত সাজ্জাদ হোসেন শাওন, ইমু হাসান ইমাম ও গিয়াস উদ্দিন সবুজ মঙ্গলবার রাতে দত্তবাড়ির মোড় ও সোনাপুর কলেজের সামনে পণ্যবাহী দুটি ট্রাকে অগ্নিবোমা নিক্ষেপের ঘটনায় দায়েরকৃত মামলার আসামী বলে জানান ওসি। (আপডেটেড)
- আবু নাছের মঞ্জু