লোকসংবাদ প্রতিবেদন
নোয়াখালীর অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ঢুকে তিন শিক্ষককে পিটিয়ে আহত করার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বুধবার জেলা শহরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে পাঠদান চলাকালে স্থানীয় বাজিগর বাড়ির একদল বখাটে বিদ্যালয়ের মাঠে ঘুড়ি উড়াতে আসে। এ সময় শিক্ষকরা বখাটেদেরকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সাগর, নাজল, লিয়া ও কালনের নেতৃত্বে একদল সন্ত্রাসী বিদ্যালয়ে হামলা ও ভাংচুর চালায়। এ সময় সন্ত্রাসীরা শিক্ষকদের কক্ষে ঢুকে তিন শিক্ষক পিন্টু আচার্য্য, আবুল কাশেম ও গিয়াস উদ্দিনকে পিটিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বুধবার দুপুরে জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে। সমাবেশে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু নাছের অভিযোগ করেন, স্থানীয় বাজিগর বাড়ির সাগর, নাজল, লিয়া ও কালনের নেতৃত্বে সন্ত্রাসীরা বিদালয়ে হামলা ভাংচুর ও শিক্ষকদেরকে পিটিয়ে আহত করে। তাদের নামে থানায় মামলা করা হলেও পুলিশ মূল আসামীদেরকে গ্রেপ্তার করতে পারনি।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপাল চন্দ্র দেবনাথ বাদী হয়ে বুধবার সকালে সাগর, নাজল, লিয়া ও কালকে এজাহারভুক্ত ও অজ্ঞাত আরো দেড়শ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে এ পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে।
- আবু নাছের মঞ্জু