সর্বশেষ

নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত


নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেসের পাঁচটি বগি ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত হয়েছে। যার ফলে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন মাস্টার মহিদুর রহমান জানান, নোয়াখালী থেকে ঢাকা যাওয়ার পথে বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতিতে থামে উপকূল এক্সপ্রেস।

সকাল ১০টা ৪০ মিনিটে ট্রেন স্টেশন ছাড়ার পরেই পুনিয়াউট রেলগেইট এলাকায় বাঁক ঘোরার সময় ট্রেনের পাঁচটি বগি লাইন থেকে বেরিয়ে যায়। এ সময় যাত্রীরা আতঙ্কে দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন।

স্টেশন মাস্টার জানান, “এতে কেউ হতাহত হননি। প্রাথমিকভাবে মনে হচ্ছে রেলপথের দুর্বলতার  কারণেই দুর্ঘটনা ঘটেছে,”। তিনি বলেন, রেলপথের এই অংশে ‘ডবল লাইন’ থাকায় যোগাযোগ বন্ধ হয়নি। এক লাইন বন্ধ থাকায় আপাতত ‘রেশনিং’ করে দুই দিকের ট্রেনই চালু রাখা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গেছে। লাইনচ্যুত বগি সরিয়ে নেওয়ার হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন স্টেশন মাস্টার।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.