লোকসংবাদ প্রতিনিধিঃ
নোয়াখালীতে বৃহস্পতিবার বাংলাদেশ প্রগতি লেখক সংঘের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্পান করা হয়েছে। এ উপলক্ষে ভারতের বেসরকারি পুরষ্কার ‘জি রামচন্দ্রন-ইকেদা এ্যাওয়ার্ড’ এ পাওয়ায় নোয়াখালীর গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নব কুমারকে সংবর্ধনা দেওয়া হয়।
বিকেলে জেলা শহরের টাউন হলে প্রগতি লেখক সংঘের নোয়াখালী জেলা শাখার সভাপতি শিরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ আল হেলাল মো. মোশাররফ হোসেন। বক্তব্য রাখেন প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাধব রায়, নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, বেসরকারি উন্নয়ন সংস্থা এনআরডিএস’র নির্বাহী প্রধান আবদুল আউয়াল, গান্ধী আশ্রম ট্রাস্টের ট্রাস্টী ও জেলা সরকারি কৌসুলী কাজী মানছুরুল হক খসরু, সংবর্ধিত অতিথি রাহা নব কুমার, কবি ও লেখক হাবিব ইমন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের নোয়াখালী জেলা শাখার সদস্য সচিব কামাল হোসেন মাসুদ।
আলোচনা অনুষ্ঠানের আগে রাহা নব কুমারকে উত্তরীয় ও সংবর্ধনা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে সংগঠনের জেলা শাখার উদ্যোগে প্রকাশিত ‘লেখক’ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠান শেষে সংগঠনের জেলা শাখার সকল সদস্য ও প্রকাশনায় যারা লিখেছেন তাদের মাঝে স্মারক ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।