সর্বশেষ

সংসদ ভবনে আঞ্চলিক পত্রিকার সম্পাদকদের সাথে স্পীকার ও তথ্যমন্ত্রীর মতবিনিময় সভা


লোকসংবাদ প্রতিবেদন
জাতীয় সংসদ ভবনে গত ২৮ জুন আঞ্চলিক পত্রিকা সমূহের সম্পাদকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘প্রান্তিক ২১’ নামে একটি সংগঠন এই মতবিনিময় সভার আয়োজন করে।

দুই পর্বের মতবিনিময় সভার প্রথম পর্ব বিকেল তিনটায় সংসদের শপথ কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। সভাপতিত্ব করেন চীফ হুইপ আ শ ম ফিরোজ। মতবিনিময়ন সভার শুরুতে ধারণাপত্র উপস্থাপন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক রাশেক রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত এমপি, অ্যাডভোকেট ফজিলাতুননেছা বাপ্পি এমাপি, বেগম মাহজাবিন খালেদ এমপি, মনিরুল ইসলাম মনির এমপি। মুক্ত আলোচনা পর্বে নোয়াখালীর লোকসংবাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবু নাছের মঞ্জু ও ফেনীর অজেয় বাংলার সম্পাদক শওকত মাহমুদ সহ বিভিন্ন আঞ্চলিক প্রত্রিকার সম্পাদকগণ তাদের মতামত তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে স্পীকার তৃণমূলে তথ্য ও সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আঞ্চলিক সংবাদপত্র সমূহের ভূমিকার প্রশংকা করেন। আঞ্চলিক পত্রিকার সম্পাদকদেরকে সরকারের কর্মকান্ডের গঠনমূলক সমালোচনার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান স্পীকার। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি সম্পাদকদের উপহার হিসেবে প্রদান করেন স্পীকার।

পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে বিকেল পাঁচটায় দ্বিতীয় পর্বের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। সভাপতিত্ব করেন সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্ঠা গওহর রিজভী ও ভারতের রাষ্ট্রদূত পংকজ শরণ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক রাশেক রহমান, কাজী নাবিল আহমেদ এমপি, মমতাজ বেগম এমপি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচায্য কামরুল হাসান খান, ব্যারিষ্টার তুরিন আফরোজ, ব্যারিষ্টার তানিয়া আমির, ডা. নুজাহাত চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন- জঙ্গিবাদ, মৌলবাদ ও সন্ত্রাসবাদ গণতন্ত্রের শত্রু গণমাধ্যমেরও শত্রু। জঙ্গিবাদ, মৌলবাদে বিশ্বাসীরা ভিন্ন মত ও সমালোচনা সহ্য করে না। তারা ভিন্ন মতকে হত্যা করে। বর্তমান মহাজোট সরকার হচ্ছে গণমাধ্যম বান্ধব সরকার। এই সরকার সমালোচনা ও ভিন্ন মতকে ভয় পায় না। আঞ্চলিক পত্রিকার সম্পাদকদেরকে মিথ্যা, গুজব, বিভ্রান্তি ও হলুদ সাংবাদিকতার বিষয়ে সজাক থাকার আহবান জানান তথ্যমন্ত্রী।

আঞ্চলিক পত্রিকার সম্পাদকদেরকে জনসাধারণের মাঝে তথ্য ও সংবাদ পরিবেশনে অবদানের স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। অনুষ্ঠান শেষে সম্পাদকদের সাথে ইফতার ও নৈশ ভোজে মিলিত হন অতিথিরা।

এরআগে সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত  সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করেন আঞ্চলিক পত্রিকার সম্পাদকগণ।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.