সর্বশেষ

ভারি বর্ষণে জলমগ্ন নোয়াখালী জেলা শহরে জনদুর্ভোগ

লোকসংবাদ প্রতিনিধি
ভারি বর্ষণে নোয়াখালী জেলা শহর মাইজদীতে জলাবদ্ধতা সমস্যা দেখা দিয়েছে। শহরের বিভিন্ন সড়ক, সরকারি অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় পানি জমে থাকায় জনদুর্ভোগ দেখা দিয়েছে। জলাবদ্ধতার কারণে ঈদের বাজারে বিকিকিনিতে ভাড়া পড়েছে।

গত বুধবার থেকে চলা ভারি বর্ষণে জেলা জজ আদালত সড়ক, জামে মসজিদ সড়ক, নোয়াখালী সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজ সড়ক সহ বিভিন্ন সড়ক পানির নিচে তলিয়ে গেছে। এছাড় শহরের সরকারি আবাসিক এলাকা, মাষ্টারপাড়া, লক্ষীনারায়নপুর, গুপ্তাঙ্গ সহ বিভিন্ন আবাসিক এলাকায় জলমগ্ন হয়েে পড়েছে। জলাবদ্ধতার কারণে অফিস আদালতমুখি লোকজন ও শিক্ষাপ্রতিষ্ঠানমুখি ছাত্রছাত্রীদেরকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শহরের পানি নামার পথ খালগুলি অবৈধ দখল ও সংস্কারের অভাবে প্রতি বছর বর্ষায় জলের যন্ত্রাণা ভোগ করছে শহরবাসী। এনিয়ে সংশ্লিস্ট কর্তৃপক্ষের উদাসিনাতাকে দায়ী করলেন পৌরবাসী।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.