সর্বশেষ

ছাগলনাইয়ায় জাতীয় শোক দিবসে শোক র‌্যালি ও আলোচনা সভা

সুরঞ্জিত নাগ, ফেনী:
ফেনীর ছাগলনাইয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে আজ শনিবার সকালে উপজেলা পরিষদ এর সামনে থেকে জাসদ কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য ও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার এর নেতৃত্বে এক শোক র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক শেষে ছাগলনাইয়া উপজেলা মিলনায়তনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিরীন আখতার এমপি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজ শ্রদ্ধাভরে স্মরণ করছি। পাকিস্তানের দোসররা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গকে নির্মমভাবে হত্যা করেছে। তারা হত্যা করেই ক্ষান্ত হয়নি এবং তারা কালো আইন দিয়ে সে হত্যাকান্ডের বিচার বন্ধ করে দিয়েছিল। তারাই সে বিচারহীনতা সংস্কৃতিতে লিপ্ত সেকথা ভুলে যাওয়ার কোনো কারন নাই। সেই থেকে বিচারহীনতা শুরু হয়েছিল।

শিরীন আখতার এমপি বলেন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, ক্ষুধা-দারিদ্রমুক্ত ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা নিচ্ছি এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করার আহ্বান জানান।

এতে বক্তব্য রাখেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল প্রমুখ।

শোক র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.