সুরঞ্জিত নাগ, ফেনী:
মহাসড়কে সিএনজি অটোরিক্সা চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে ফেনীতে সিএনজি অটোরিক্সা ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করেছে চালক-মালিকরা। আজ রোববার দুপুরে শহরের মহিপাল থেকে মিছিলটি শুরু হয়ে এসএসকে সড়কে জিরো পয়েন্টে এসে শেষ হয়।
সকাল থেকে ফেনী-ছাগলনাইয়া, ফেনী-ফুলগাজী, ফেনী-দাগনভূঞা, ফেনী-সোনাগাজী, ফেনী-দরবেশেরহাট, ফেনী-গজারিয়াসহ বিভিন্ন সড়কে চলাচলকারী সিএনজি অটোরিক্সা সমূহ সকাল-সন্ধ্যা ধর্মঘটের ডাক দিয়ে বন্ধ রাখে। এতে যাত্রীরা বিপাকে পড়ে। স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের সীমাহীন ভোগান্তি পোহাতে হয়।
পরে বিক্ষুদ্ধ শ্রমিকরা ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর সাথে সাক্ষাৎ করেন। এদিকে এ দাবী বাস্তবায়নে চালক-মালিকরা জেলার ভিন্ন স্থানে পথসভা ও লিফলেট বিতরণ করার খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, গত ১ আগষ্ট থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় মহাসড়কে সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধে নিষেধাজ্ঞা জারি করে। এরপর থেকে চালক-মালিকরা ফেনীসহ সারাদেশের মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে।
মহাসড়কে সিএনজি অটোরিক্সা চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে ফেনীতে সিএনজি অটোরিক্সা ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করেছে চালক-মালিকরা। আজ রোববার দুপুরে শহরের মহিপাল থেকে মিছিলটি শুরু হয়ে এসএসকে সড়কে জিরো পয়েন্টে এসে শেষ হয়।
সকাল থেকে ফেনী-ছাগলনাইয়া, ফেনী-ফুলগাজী, ফেনী-দাগনভূঞা, ফেনী-সোনাগাজী, ফেনী-দরবেশেরহাট, ফেনী-গজারিয়াসহ বিভিন্ন সড়কে চলাচলকারী সিএনজি অটোরিক্সা সমূহ সকাল-সন্ধ্যা ধর্মঘটের ডাক দিয়ে বন্ধ রাখে। এতে যাত্রীরা বিপাকে পড়ে। স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের সীমাহীন ভোগান্তি পোহাতে হয়।
পরে বিক্ষুদ্ধ শ্রমিকরা ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর সাথে সাক্ষাৎ করেন। এদিকে এ দাবী বাস্তবায়নে চালক-মালিকরা জেলার ভিন্ন স্থানে পথসভা ও লিফলেট বিতরণ করার খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, গত ১ আগষ্ট থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় মহাসড়কে সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধে নিষেধাজ্ঞা জারি করে। এরপর থেকে চালক-মালিকরা ফেনীসহ সারাদেশের মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে।