সর্বশেষ

চেয়ারম্যান একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামী ওমর ফারুক টিপু গ্রেপ্তার

সুরঞ্জিত নাগ, ফেনীঃ
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামী ওমর ফারুক টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সকাল ১১টার দিকে শহরের বিরিঞ্চি দানিছ ভূঞা বাড়ী খুরশীদের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার সহযোগী অন্যরা পুলিশের টের পেয়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে একরাম হত্যাকান্ডের চার্জশিটভুক্ত পলাতক আসামী ওমর ফারুক টিপুকে বিরিঞ্চি এলাকায় গ্রেপ্তার করা হয়। ওমর ফারুক টিপু বিরিঞ্চির কানু গাজী বাড়ীর মৃত মফিজুর রহমানের ছেলে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মোর্শেদ টিপুকে আটকের সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমী সড়কে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও গুলি করে হত্যার পর একরামকে বহনকারী গাড়ীতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় ৫৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ। এ মামলায় ৩৩ জন কারাগারে রয়েছে।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.