লোকসংবাদ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় ক্যাডেট কোর ব্যাটালিয়নের (বিএনসিসি) বার্ষিক প্রশিক্ষণ অনুশীলনের সমাপনী সোমবার নোয়াখালী সরকারি কলেজে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। ময়নামতি-১ রেজিমেন্টের ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট মেজর সালেহ উদ্দিন মনসুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়নামতি-১ ব্যাটালিয়ন কমান্ডার মেজর (বিটিএফও) ও কলেজ অধ্যক্ষ আল হেলাল মোহাম্মদ মোশাররফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যাডেট কমান্ডার মো. লোকমান হোসেন ভূঁঞা।
প্রশিক্ষণে বিশেষ সাফল্য অর্জনের জন্য করপোরাল হোসাইন আহমেদ, পারভেজ খান ও মেহেদী হাসানকে বিশেষ সম্মাননা ক্রেষ্ট ও অপর প্রশিক্ষণার্থীদের মাঝে সদনপত্র বিতরণ করা হয়।
গত ৯ থেকে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ ক্যাম্পে নোয়াখালী ও লক্ষীপুর জেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১১৯ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।