সর্বশেষ

নোয়াখালীর মাইজদীতে সড়কের পাশ থেকে উদ্ধার শিশুটি হাসপাতালে মারা গেছে

লোকসংবাদ প্রতিনিধি:
নোয়াখালী জেলা শহর মাইজদীতে সড়কের পাশ থেকে বৃহস্পতিবার উদ্ধার করা শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শুক্রবার সকাল ১১টায় নোয়াখালী জেনালে হাসপাতালের চিকিৎকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পূর্বপাশের কালভার্ট সংলগ্ন সড়কের বালুতে কার্টনভর্তি অবস্থায় নবজাতকের পড়ে থাকার খবর আসে থানায়। এরপর টহল পুলিশ শিশুটিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের শিশু বিভাগের জুনিয়র কনসালটেন্ট কর্ণজিত মজুমদার জানান, আনুমানিক দুইদিন বয়সের শিশুটি জম্মগতভাবে বিভিন্ন সমস্যায় ভোগে। এ ধরণের শিশুর বেঁচে থাকার সম্ভাবনা কম হলেও চিকিৎসকরা তাকে বাঁচিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যায়। শুক্রবার সকাল ১১টায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ড. ফরিদ উদ্দিন চৌধুরী জানান, অজ্ঞাত পরিচয় শিশুটির মারা যাওয়ার খবর থানায় জানানো হয়েছে। মরদেহের বিষয়ে পুলিশ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে আরএমও।

এ ব্যপারে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মরদেহটি সরকারি কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হবে।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.