সর্বশেষ

সুবর্ণচরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে বীজ বিতরণ


লোকসংবাদ প্রতিবেদনঃ
নোয়াখালীর সুবর্ণচরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সমাজ উন্নয়ন সংস্থার উদ্যেগে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কিশোর কুমার মজুমদার, সাগরিকার নির্বাহী পরিচালক রুহুল মতিন, সহকারী পরিচালক মো: সাইফুল ইসলাম সুমন, সংস্থার কৃষি কর্মকর্তা শিবব্রত ভৌমিক ও উজ্জীবিত প্রকল্পের পিসি গোলামুর রহমান খোকন উপস্থিত ছিলেন। এ সময় ২০০ জন কৃষকের মাঝে জনপ্রতি ১০ কেজি করে দুই মেট্রিক টন বি আর ২৩ ধানের বীজ বিতরণ করা হয়।

উল্লেখ্য নোয়াখালীর উপকূলীয় চরে ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে বন্যায় ৫ হাজার ৭৯০ হেক্টর আমনের জমির বীজতলা ও ২ হাজার ৮০০ হেক্টর জমির রোপা আমন নষ্ট হয়ে গেছে।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.