লোকসংবাদ প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী রেল গেইটে সোমবার সকালে ট্রেনের ধাক্কায় বাসের ৫ যাত্রী আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চৌমুহনী-ফেনী হোসেন মার্কেটের সামনে পন্য বোঝাই একটি ট্রাক বিকল হয়ে আটকা পড়ে। এতে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সকাল নয়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর উপকূল এক্সপ্রেস ট্রেন রেল গেইটে আটকা পড়া চট্টগ্রামগামী শাহী পরিবহণের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১৪-৫৫২৮) ট্রেনের ধাক্কা দেয়। এতে বাসটির পেছনের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বাসের যাত্রীরা জানালা দিয়ে লাফিয়ে নিচে নামার সময় অন্তত ৫ জন আহত হয়। বাসটিতে অন্তত ৪০ জন যাত্রী ছিলেন।
চৌমুহনী রেলওয়ের ষ্টেশন মাষ্টর মফিজুল ইসলাম জানান, নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি রোববার রাত ১০টায় নোয়াখালী ষ্টেশনে পৌঁছার কথা ছিল। পথে আশুগঞ্জে অন্য একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিডিউল বিপর্যয় দেখা দেয়। গেইটম্যান লাল পতাকা দেখিয়ে ট্রেনের গতিরোধ করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় বলে জানান তিনি।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী রেল গেইটে সোমবার সকালে ট্রেনের ধাক্কায় বাসের ৫ যাত্রী আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চৌমুহনী-ফেনী হোসেন মার্কেটের সামনে পন্য বোঝাই একটি ট্রাক বিকল হয়ে আটকা পড়ে। এতে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সকাল নয়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর উপকূল এক্সপ্রেস ট্রেন রেল গেইটে আটকা পড়া চট্টগ্রামগামী শাহী পরিবহণের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১৪-৫৫২৮) ট্রেনের ধাক্কা দেয়। এতে বাসটির পেছনের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বাসের যাত্রীরা জানালা দিয়ে লাফিয়ে নিচে নামার সময় অন্তত ৫ জন আহত হয়। বাসটিতে অন্তত ৪০ জন যাত্রী ছিলেন।
চৌমুহনী রেলওয়ের ষ্টেশন মাষ্টর মফিজুল ইসলাম জানান, নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি রোববার রাত ১০টায় নোয়াখালী ষ্টেশনে পৌঁছার কথা ছিল। পথে আশুগঞ্জে অন্য একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিডিউল বিপর্যয় দেখা দেয়। গেইটম্যান লাল পতাকা দেখিয়ে ট্রেনের গতিরোধ করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় বলে জানান তিনি।