সর্বশেষ

নোয়াখালীতে শান্তি ও সম্প্রীতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

লোকসংবাদ প্রতিবেদনঃ
নোয়াখালীতে গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্টপ ভায়োলেন্স কোয়ালিশনের পক্ষ থেকে ‘সহিংসতা রুখবো শান্তির দেশ গড়বো’ এই স্লোগানে সপ্তাহব্যাপী প্রচারাভিযান শেষ হয়েছে।

কর্মসূচীর সমাপনী দিন বুধবার বিকেলে জেলা শহরের বিআরডিবি প্রশিক্ষন কক্ষে ‘বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে গান্ধীজির দর্শনের নিরিখে মানবাধিকার’ শীর্ষক শান্তি ও সম্প্রীতি বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গান্ধী আশ্রম ট্রাস্টের ট্রাস্টী ও জেলা জজ আদালতের জিপি কাজী মোঃ মানছুরুল হক খসরু। ট্রাস্টের পরিচালক রাহা নব কুমারের সঞ্চালনায় আলোচনা সভায় ধারণাপত্র উপস্থাপন করেন আশ্রমের পিস কোর্ডিনেটর অসীম কুমার বক্সী। বক্তব্য রাখেন অধ্যাপক রমানাথ সেন, অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রাছুল মামুন, মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন, সাংস্কৃতি ব্যক্তিত্ব আ.ন.ম জাহের উদ্দিন, বন্ধনের পরিচালক মোঃ আমিনুজ্জামান, নোয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, নারীনেত্রী রওশন আক্তার লাকী, সাংবাদিক সুমন ভৌমিক ও কামাল হোসেন মাসুদ।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.