সর্বশেষ

নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা মোকাবেলায় করনীয় নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

লোকসংবাদ প্রতিনিধি:
নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার ঘরণী মহিলা উন্নয়ন সংস্থা উদ্যোগে নারীর প্রতি সহিংসতা মোকাবেলায় অভিজ্ঞতা বিনিময় ও করনীয় নির্ধারণ বিষয়ক এক কর্মশালা অনিুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. মো. মাহে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা আক্তার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজিজুল হক, নারী পক্ষের প্রকল্প পরিচালক রওশন আরা, ঘরণী মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক পপি রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. দিপন চন্দ্র মজুমদার, ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের এপিপি অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশোর, বেগমগঞ্জ থানার উপ পরিদর্শক(এস.আই) মো. নুরুল আমিন, উন্নয়ন সংস্থা এসো গড়ির নির্বাহী পরিচালক আবদুল আউয়াল, এসডিপির নির্বাহী পরিচালক লুৎফুন্নাহার আজাদ।

বক্তারা নারীর প্রতি সহিংসতা মোকাবেলায় রাষ্ট্রীয় কার্যক্রম এবং জনগণের অংশগ্রহণ জোরদার করার প্রতি গুরুত্বারোপ করেন।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.