সর্বশেষ

বিজয় মঞ্চে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

লোকসংবাদ প্রতিনিধি:
নোয়াখালী কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় মেলার ১১তম দিন রোববার রাতে বিজয় মঞ্চে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের। মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার মোজাম্মেল হক মিলনের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নেয়ামত উল্লাহ, লোকসংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জু। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান এম এ আজিজ পুলক।

বক্তাগণ বলেন-জাতির জনক বঙ্গবন্ধু হলেন আমাদের মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। স্বাধীনতার পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার বিনাশ ঘটিয়ে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে নেমেছিল। সকল চক্রান্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আজকের বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে। আজকের বাংলাদেশ শপথ হচ্ছে-মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, শোষণহীন-বৈষম্যহীন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ে চুড়ান্ত বিজয় না আসা পর্যন্ত মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির মহাঐক্য ধরে রাখার শপথ, চিহ্নিত সকল যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করার কাজ সম্পন্ন করার শপথ।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.