সর্বশেষ

মনজুর হাছান লিটন স্মারক সম্মাননা পাচ্ছেন সিরাজুল ইসলাম চৌধুরী

লোকসংবাদ ডেস্ক:
দ্রোহকালের সাহিত্য কাগজ স্পর্ধা সবসময়ে-র এক যুগ পূর্তি উপলক্ষে প্রবর্তিত প্রতিষ্ঠাতা প্রয়াত কবি মনজুর হাছান লিটন স্মারক সম্মাননা পাচ্ছেন শিক্ষাবিদ, সমাজচিন্তক, প্রাবন্ধিক, নতুন দিগন্তের সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাগজটির সম্পাদক হাবীব ইমন এ খবর জানান। নভেম্বরের প্রথম সপ্তাহে অনাড়ম্বর আয়োজনে স্মারক সম্মাননা-প্রাপ্ত সিরাজুল ইসলাম চৌধুরীর হাতে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় তুলে দেয়া হবে।

সম্পাদক হাবীব ইমন বলেন, ‘মুক্তবুদ্ধি-মুক্তচিন্তাচর্চার ক্ষেত্রে আমাদের যে লড়াই চলছে, সেই সংগ্রামের পথে সিরাজুল ইসলাম চৌধুরী আমাদের প্রেরণা, সাহস ও শক্তি। তাঁর হাতে স্মারক সম্মাননাটি অর্পনকরে গৌরব অর্জন করার সুযোগ পাচ্ছি আমরা।’

স্পর্ধা সব সময়ে-র দ্বাদশ পূর্তিতে নভেম্বরে একটি সংখ্যা প্রকাশিত হচ্ছে। নির্ঝর নৈশব্দ-রপ্রচ্ছদে ও কাব্য কারীমের শিল্পভাবনায় এতে লিখেছেন আহমদ রফিক, মুজাহিদুলইসলাম সেলিম, শহীদ ইকবাল, সাখাওয়াত টিপু, স্বকৃত নোমান, মলয়রায় চৌধুরী, শামীম আজাদ, সাইফুল্লাহ মাহমুদ দুলাল, গোলাম কিবরিয়া পিনু, কাজল চক্রবর্তী, মাহবুবুল হক শাকিল, জাকির তালুকদার,আরশাদ সিদ্দিকী,পিয়াস মজিদ, রহমান হেনরী, ওবায়েদ আকাশ, শাহেদ কায়েস, অঞ্জন আচার্য, মোজাফ্ফর হোসেন, মৃন্ময় চক্রবর্তী, প্রণব আচার্য্য, আশিক রহমান প্রমুখ।
কাগজটির এ সংখ্যা সদ্য প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক-কে উৎসর্গ করা হয়েছে।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.