সর্বশেষ

নোয়াখালীতে ৫ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হলো

লোকসংবাদ প্রতিনিধি:
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলাকালে নোয়াখালী জেলায় ছয় থেকে ৫৯ মাস বয়সী ৫ লাখ এক হাজার ২৮০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাম্পসুল খাওয়ানো হয়েছে। এ ক্যাম্পেইন বাস্তবায়নে জেলার নয় উপজেলা ও দুই পৌরসভায় ২ হাজার ৩৭৫টি কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের ৭২৬ জন মাঠকর্মী, বিভিন্ন সংস্থার সাত হাজার ১২৫ জন স্বেচ্ছাসেবক কাজ করে।

সিভিল সার্জন মো. মজিবুল হক জানান, হাতিয়া, সুবর্ণচর, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার দুর্গম এলাকাগুলোতে ১৪ ডিসেম্বর পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.