সর্বশেষ

নোয়াখালী সরকারি কলেজে রাষ্টবিজ্ঞান বিভাগের রজত জয়ন্তী অনুষ্ঠান

লোকসংবাদ প্রতিনিধিঃ
বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে নোয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রজত জয়ন্তী উদযাপন করা হয়েছে। শুক্রবার দিনভর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রা, আড্ডা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চলে এই আনন্দ আয়োজন।

কলেজ মিলনায়তনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিউপি) এর উপ-উপাচার্য ড. এম আবুল কাশেম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ আল হেলাল মোহাম্মদ মোশারফ হোসেন, সাবেক অধ্যক্ষ কাজী মোঃ রফিক উল্যাহ, প্রফেসর মোঃ শামছুদ্দিন আহম্মেদ, আবু আল কাশেম মোঃ ফেরদৌস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক তরনী কুমার দাস, মোক্তার হোসেন, সহযোগী অধ্যাপক মোঃ কামাল হোসেন মজুমদার, গিয়াস উদ্দিন,  প্রাক্তন ছাত্র নিউজ ২৪ ও বাংলাদেশে প্রতিদিনের জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, অ্যাডভোকেট নুরুল ইসলাম সোহাগ।

অনুষ্ঠান সঞ্চলনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. লোকমান হোসেন। বিকেলে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান হয়।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.