“নিরাপদ সড়ক চাই, নিরাপদ জীবন চাই” এই স্লোগানে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে অবস্থান কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। রোববার সকালে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এই কর্মসূচি পালন করে। এ সময় শিক্ষার্থীরা সড়কের সুনির্দিষ্ট স্থানে স্পিড বেকার স্থাপনের দাবি জানান।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, জেলার বিভিন্ন স্থানে বেপরোয়া গাড়ি চালানোর কারনে প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। গত কয়েক দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে নোয়াখালী সরকারি মহিলা কলেজের ছাত্রী নাফিসা আনান ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফৌজিয়া মোসলেম। এসব ঘটনায় ঘাতক গাড়ি চালকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।