লোকসংবাদ প্রতিবেদনঃ
মুজিব শতবর্ষ
উপলক্ষে নোয়াখালীতে জাতির পিতার প্রতি নিবেদিত আবৃত্তি অনুষ্ঠান হয়েছে। সোমবার
বিকেলে মুজিব চত্বরে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন
করে মুজিববর্ষ জাতীয় বাস্তবায়ন কমিটির সাংস্কৃতিক উপ কমিটির ওয়ার্কিং কমিটি:
আবৃত্তি।
অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য
একরামুল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, পুলিশ সুপার মো:
আলমগীর হোসেন।
সম্মিলিত
সাংকৃতিক জোট নোয়াখালীর সভাপতি বিমলেন্দু মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত
বক্তব্য রাখেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন
কৈশোর। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান
একেএম সামছুদ্দিন জেহান,
সেনবাগ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিদারুল ইসলাম, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য গোলাম মোস্তফা,
নোয়াখালী শহর আওযামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা কালচারাল অফিসার এস.টি কামরান হাসান, নোয়াখালী
আবৃত্তি একাডেমির উপদেষ্টা আবু নাছের মঞ্জু, নির্বাহী
সদস্য কবি জুলফিকার হায়দার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী নাজমুল
হাসান।
অনুষ্ঠানে
নোয়াখালী আবৃত্তি একাডেমির ‘মুজিব আমার স্বপ্ন সাহস’;
শিশু বিভাগের ‘ডাকিছে তোমারে’;
নোবিপ্রবি সাহিত্য সংগঠন শব্দকুটির ‘মুুজিব মানেই বাংলাদেশ’ এবং কোম্পানীগজ্ঞ
কবিতা পরিষদের ‘জনকের নাম শেখ মুজিবুর রহমান’
শিরোনামে দলীয় পরিবেশনা সহ বিভিন্ন আবৃত্তি সংগঠনের আবৃত্তি
শিল্পীদের জাতির পিতার প্রতি নিবেদিত একক আবৃত্তি আগত দর্শক শ্রোতাদেরকে মুগ্ধ
করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে সুখী-সমৃদ্ধ, অসাম্প্রদায়িক এবং জ্ঞানভিত্তিক বাংলাদেশ বিনির্মানে আত্মোনিয়োগ করার আহবান জানান।