লোকসংবাদ প্রতিবদেনঃ
নোয়াখালীতে এসডিজি অর্জনে স্থানীয় প্রতিষ্ঠান সমূহের ভূমিকা বিষয়ক এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। নাগরিক সমাজ এবং প্রশাসনের মধ্যে মেলবন্ধন বৃদ্ধি এবং উত্থাপিত জনদাবির বিপরীতে প্রশাসনের গৃহীত উদ্যোগ তুলে ধরার উদ্দেশ্যে নোয়াখালী সদর উপজেলা নাগরিক অধিকার ফোরাম এবং উন্নয়ন সংগঠন এনআরডিএস এ সংলাপের আয়োজন করে। ২৬ সেপ্টেম্বর সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এনআরডিএস‘র নির্বাহী পরিচালক আবদুল আউয়াল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান এ. কে. এম সামছুদ্দিন জেহান। সংলাপে অংশ নেন উপজেলার বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও তৃণমূল নাগরিক প্রতিনিধিগণ।
এনআরডিএস‘র নির্বাহী পরিচালক আবদুল আউয়াল স্বাগত বক্তব্যে বলেন, এসডিজি বাস্তবায়নের ৬ষ্ঠ বর্ষ সমাপ্তীতে জাতিসংঘের পাশাপাশি পৃথিবীব্যাপী চলমান রয়েছে নাগরিক সমাজের উদ্যোগে এসডিজি বাস্তবায়নের দাবিতে সক্রিয় কার্যক্রম। কোভিড-১৯ সংক্রমন পৃথিবীকে একটি নতুন চ্যলেঞ্জের মুখোমুখি দাঁড় করে দিয়েছে। সেই লক্ষ্যে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সরকারি সেবা কার্যক্রমের সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের লক্ষ্যে নাগরিক সংলাপ গুরুত্বপূর্ণ একটি মাধ্যম।
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা চেয়ারম্যান জনাব এ. কে. এম সামছুদ্দিন জেহান বলেন, তৃণমূল স্বাস্থ্যসেবার মূল ভিত্তি কমিউনিটি ক্লিনিকের সেবার মান আরো বৃদ্ধির জন্য স্বাস্থ্য বিভাগের সাথে আন্তঃবিভাগীয় উদ্যোগ চলমান রয়েছে। নাগরিক ফোরাম প্রতিনিধিদের সাথে প্রশ্নোত্তর পর্বে তিনি উল্লেখ করেন, সরকারি ভাতা কার্যক্রমের অন্যতম অংশ প্রতিবন্ধী ভাতা কার্যক্রমে শতভাগ সফলতা থাকলেও অন্যান্য ভাতা সুবিধার আওতায় যাতে সঠিক সুবিধাবঞ্চিত নাগরিকগণ অভিগম্যতা পেতে পারেন সেজন্য উপজেলা পরিষদ কাজ করে যাচ্ছে। একই সাথে জন্ম নিবন্ধন প্রক্রিয়া ঘিরে উত্থাপিত অভিযোগ সমূহ যাচাইপূর্বক নিরসনের লক্ষ্যে নাগরিক প্রতিনিধিদের অংশীদারিত্বমূলক ভূমিকার তিনি গুরুত্বারোপ করেন।
স্থায়িত্বশীল লক্ষ্যমাত্রা অর্জনে নাগরিক সংলাপে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শ্যামল চন্দ্র পাল, উপজেলা স্বাস্থ্য বিভাগ প্রতিনিধি ডাক্তার ইফাজ হাজবুল্লাহ, মহিলা বিষয়ক উপজেলা কর্মকর্তা লক্ষ্মী রানী শীল, তৃণমূল নাগরিক প্রতিনিধিগণ জি এম হায়দার, নয়ন বেগম, নুর উদ্দিন।