লোকসংবাদ প্রতিবেদনঃ
স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এক নাগরিক সংলাপ ৩০ অক্টোবর শনিবার বিকালে মাইজদী বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নোয়াখালী নাগরিক অধিকার সহায়ক জোট ও এনআরডিএস এর যৌথ উদ্যোগে সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।
নোয়াখালী জেলা নাগরিক অধিকার সহায়ক জোটের সভাপতি মোল্লা হাবিবুর রাসুল মামুনের সভাপতিত্বে এবং এনআরডিএস এর নির্বাহী পরিচালক আবদুল আউয়াল এর সঞ্চালনায় সংলাপে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক খায়রুল আনাম সেলিম সহ বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ ও সিপিবি’র নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সংলাপে নাগরিকদের পক্ষ থেকে নূর উদ্দিন জাহাঙ্গীর, তাসলিমা বেগম, জামাল হোসেন বিষাদ, জুলফিকার জনি, আবুবকর সিদ্দিক, আবুল কাশেম, ফারজানা তিথি, লায়লা পারভীন প্রমুখ ব্যক্তিবর্গ এসডিজির লক্ষ্যসমূহ বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ ও রাজনৈতিক দলসমূহের কর্মসূচীতে এসডিজি এজেন্ডা অন্তর্ভুক্ত করার বিষয়ে তাদের মতামত ও দাবি তুলে ধরেন।
গণমানুষের এজেন্ডা-২০৩০ বাস্তবায়নে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, সার্বজনীন স্বাস্থ্য অধিকার, লিঙ্গ বৈষম্য হ্রাস, জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলা, নাগরিক বান্ধব সেবাদানকারী প্রতিষ্ঠান বিনির্মাণ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচীর পরিধি সম্প্রসারণে সমন্বিত উদ্যোগে কাজ করার প্রয়োজনীয়তার উপর গুরুত্তারোপ করে মতামত ব্যক্ত করেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক খায়রুল আনাম সেলিম। এছাড়া অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন নুরুল আলম পারভেজ, বোরহান উদ্দিন মিঠু, রৌশন আক্তার লাকী, জুনায়েদ নবী, আজিজুল হক বকশী, ডা: আবু তাহের।