নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবি জানিয়েছে ‘হ্যালো উইমেন’ নামে একটি সিভিল সোসাইটি নারী অ্যাক্টিভিস্ট গ্রুপ। শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই দাবিতে সংগঠনের সদস্যরা ককশিটে তৈরি প্লেকার্ড প্রদর্শণ করেন।
এ সময় হ্যালো উইমেন এর সদস্যরা বলেন, সারা দেশের ন্যায় নোয়াখালীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে নারীর প্রতি সহিংসতা বেড়ে চলছে। শহরে, গ্রামে, দুর্গম চরে, এমনকি দ্বীপাঞ্চলে নারীর প্রতি নানামাত্রিক নির্যাতন-সহিংসতা চলছে। কন্যা শিশুরা পর্যন্ত নির্যাতন সহিংসতা থেকে রেহাই পাচ্ছেনা। পরিবারে, কর্মস্থলে, শিক্ষা প্রতিষ্ঠানে, গণপরিবহনে, হাট- বাজারে এবং রাস্তাঘাটে নারীরা প্রতিনিয়ত শারীরিক, মানসিক নির্যাতন ও যৌন হেনস্তার শিকার হচ্ছে। সমাবেশে নারীর প্রতি সহিংসতা বন্ধে আাইনের যথাযথ প্রয়োগ এবং শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, গণপরিবহন ও হাট-বাজারে নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন নাসিমা মুন্নী, লায়লা পারভিন, নুর জাহান রিনি ও ফারজানা কাউসার তিথি, সদস্য আক্তার জাহান শেলী, শাহেদা পারভীন, ফৌজিয়া নজনীন, ফেরদৌসি বেগম নার্গিস, ফৌজিয়া সুলতানা, রোকাইয়া মোরশেদ মুক্তা, শিখা কর্মকার, রওশান আক্তার লাকি, শাহীন আক্তার, মাহমুদা হক মুক্তি, সাথী ভেরোনিকা, খালেদা আক্তার পপি প্রমুখ।