লোকসংবাদ প্রতিবেদন
“সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ১৬ দিন ব্যাপী 'আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ' শুরু হয়েছে। এ উপলক্ষে চলমান বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে শনিবার সকালে নোয়াখালী নারী অধিকার জোট ও এনআরডিএস এর উদ্যোগে মাইজদীর বিআরডিবি মিলনায়তনে দুই শতাধিক নাগরিক প্রতিনিধির সমন্বয়ে একটি নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। এনআরডিএস’র নির্বাহী প্রধান আবদুল আউয়াল এর সঞ্চালনায় সংলাপে সভাপতিত্ব করেন নোয়াখালী নারী অধিকার জোট'র আহবায়ক লায়লা পারভিন। প্রধান অতিধি হিসাবে ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) জনাব মোঃ মোর্তাহীন বিল্লাহ, এমআইএস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবদুস সালাম, প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন, প্রভাষক মুনিয়া মানজুর সহ বিভিন্ন উন্নয়ন সংগঠন এর প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃদ্ধ, গণমাধ্যম কমী, আইনজীবি সহ সমাজে বিভিন্ন স্থরের নাগরিক প্রতিনিধি।
সংলাপে বক্তারা বলেন, ২০৩০ সালের মধ্যে নারীর প্রতি সহিংসতা মুক্ত দেশ গড়ার লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি নোয়াখালীর উন্নয়ন সংগঠন গুলোও কাজ করছে। তবে, এই লক্ষ্য অর্জনের জন্য নারী আন্দোলনের পাশাপাশি সামাজিক আন্দোলনকেও জোরদার করতে হবে। আর এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থাকে আরো সংবেদনশীল ভূমিকা রাখার আহ্বান জানান।