হাতিয়া সংবাদদাতা:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ঠেঙ্গার চর এলাকয় মেঘনা নদীতে বুধবার ভোররাতে ৬ জেলেসহ একটি মাছধরা নৌকা ডুবে যায়। এ ঘটনার পর ডুবন্ত অবস্থায় নৌকার সন্ধান পাওয়া গেলেও নৌকাটিতে অবস্থান করা জেলে মিরাজ(৪০), সেকু(৪২), মিল্লাত(২০), কামাল(৩৫), বেলাল(১৭) ও পারুক(১০) নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেদের সবার বাড়ি হাতিয়ার চর দঙ্গলিয়া আদর্শ গ্রামে।
দঙ্গলিয়া আদর্শ গ্রাম সংগ্লন স্থানীয় জনতা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম জানান, নিখোঁজ জেলেরা সোমবার একটি ইঞ্জিনবিহীন নৌকা নিয়ে মেঘনায় বিন্দি জাল দিয়ে মাছ ধরতে যায়। পরদিন বাড়ি ফেরার কথা থাকলেও ফিরতে দেরি দেখে এলাকার অন্য জেলে তাদের খোঁজে বের হলে ঠেঙ্গার চর এলাকায় ঐ জেলেদের ব্যবহৃত নৌকাটি ডুবন্ত অবস্থায় পাওয়া গেলেও জেলেদের কোন খোঁজ পাওয়া যায়নি। হাতিয়া থানার ওসি রতন দাস গুপ্ত জানান, তিনি বিষয়টি শুনেছেন। তবে নিখোঁজ জেলেদের উদ্ধার নিয়ে তিনি কিছুই বলতে পারেননি।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।