সর্বশেষ

হাতিয়ার মেঘনায় নৌডুবিতে ৬ জেলে নিখোঁজ

হাতিয়া সংবাদদাতা: 
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ঠেঙ্গার চর এলাকয় মেঘনা নদীতে বুধবার ভোররাতে ৬ জেলেসহ একটি মাছধরা নৌকা ডুবে যায়। এ ঘটনার পর ডুবন্ত অবস্থায় নৌকার সন্ধান পাওয়া গেলেও নৌকাটিতে অবস্থান করা জেলে মিরাজ(৪০), সেকু(৪২), মিল্লাত(২০), কামাল(৩৫), বেলাল(১৭) ও পারুক(১০) নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেদের সবার বাড়ি হাতিয়ার চর দঙ্গলিয়া আদর্শ গ্রামে।

দঙ্গলিয়া আদর্শ  গ্রাম সংগ্লন স্থানীয় জনতা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম জানান, নিখোঁজ জেলেরা  সোমবার একটি ইঞ্জিনবিহীন নৌকা নিয়ে মেঘনায় বিন্দি জাল দিয়ে মাছ ধরতে যায়। পরদিন বাড়ি ফেরার কথা থাকলেও ফিরতে দেরি দেখে এলাকার অন্য জেলে তাদের খোঁজে বের হলে ঠেঙ্গার চর এলাকায় ঐ জেলেদের ব্যবহৃত নৌকাটি ডুবন্ত অবস্থায় পাওয়া গেলেও জেলেদের কোন খোঁজ পাওয়া যায়নি। হাতিয়া থানার ওসি রতন দাস গুপ্ত জানান, তিনি বিষয়টি শুনেছেন। তবে নিখোঁজ জেলেদের উদ্ধার নিয়ে তিনি কিছুই বলতে পারেননি।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.