কাউন্সিলের সাফল্য কামনায় জেলা শহরে আনন্দ মিছিল
কেন্দ্র ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে সম্মেলন করতে না পারলেও দলের কেন্দ্রীয় কাউন্সিলে জেলার ১৭ টি ইউনিটের মোট ৩৮ জন কাউন্সিলর ও ৬টি সংসদীয় আসনের ২৪০ জন ডেলিগেটর অংশগ্রহণ করছেন। জেলা বিএনপির আহবায়ক সাবেক সাংসদ মো: শাহজাহান জানান ইতোমধ্যে যে ১১টি ইউনিটের সম্মেলন সম্পন্ন হয়েছে সেসব ইউনিটের সভাপতি ও সাধারন সম্পাদক মিলিয়ে ২২ জন, আর বাকি ৬ ইউনিটের আহবায়ক কমিটির আহবায়ক ও প্রথম যুগ্ম আহবায়ক মিলিয়ে মোট ১২ বিশেষ বিবেচনায় কাউন্সিলর বিবেচিত হয়েছেন।
বাকি ৪ জনের মধ্যে রয়েছেন জেলা কমিটির আহবায়ক ও প্রথম যুগ্ম আহবায়ক এবং ২ জন মহিলা কাউন্সিল। অন্যদিকে ডেলিগেটররা নির্বাচিত হয়েছেন কেন্দ্রে সিদ্ধান্ত অনুযায়ী ৬ টি সংসদীয় আসনের প্রতিটি থেকে ৪০ জন করে মোট ২৪০।
জেলা বিএনপির আহবায়ক সাবেক সাংসদ মো: শাহজাহান জানান, দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহম্মদের সাথে পরামর্শক্রমেই সবদিক বিবেচনা করে জেলা সম্মেলনের তারিখ নির্ধারন করা হয়েছিল। তিনি জানান, জেলা সম্মেলন স্থগিত হয়ে গেলেও কেন্দ্রীয় কাউন্সিলে নোয়াখালীর ৩৮ জন কাউন্সিলর ও ৬টি সংসদীয় আসনের ২৪০ জন ডেলিগেটর অংশগ্রহণ করছেন।
এদিকে দলের জাতীয় কাউন্সিলের সফল ও সার্থকতা কামনা করে নোয়াখালী জেলা শহর মাইজদীতে সোমবার সন্ধ্যায় বিএনপি বিশাল আনন্দ মিছিল বের করে। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
প্রধান পাতা
রাজনৈতিক সংবাদ
নোয়াখালীর ৩৮ জন কাউন্সিলর ও ২৪০ জন ডেলিগেটর বিএনপি’র জাতীয় কাউন্সিলে যোগ দিচ্ছেন
নোয়াখালীর ৩৮ জন কাউন্সিলর ও ২৪০ জন ডেলিগেটর বিএনপি’র জাতীয় কাউন্সিলে যোগ দিচ্ছেন
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।