সর্বশেষ

নোয়াখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


নানা কর্মসূচীর মধ্য দিয়ে নোয়াখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় । এ উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ, শোক রেলি ও শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ নিবেদন করে।
সকালে প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করেন উপাচার্য প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী। এ সময় কালো পতাকা উত্তোলন করেন কোষাধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজুর রহমান।
এরপর একটি শোক রেলি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে উপাচার্যসহ শিক্ষক শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোঃ মমিনুল হক, হিসাব পরিচালক আবদুল জলিল, সিএসটিই বিভাগের চেয়ারম্যান মোঃ জাবেদ হোসেন, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান  মোহাম্মদ আনোয়ারুল বাশার, এসিসিটি বিভাগের চেয়ারম্যান মোঃ সাইফুল আলম এবং এফআইএমএস বিভাগের চেয়ারম্যান মেহেদী মাহমুদুল হাসান, প্রক্টর মোঃ আশরাফুল আলম।
এদিন বিকেলে নোয়াখালী কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণস্থ বিজয় মঞ্চে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ আলোচনা সভার আয়োজন করে।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.