সর্বশেষ

নোয়াখালীতে চরের সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করে তোলার উদ্যোগ


নোয়াখালীর চরাঞ্চলের সুবিধাবঞ্চিত ২০ জন নারীকে কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নিয়েছে বেসরকারী উন্নয়ন সংস্থা নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি - এনআরডিএস । এসব নারীদের সুঁই-সুতার কাজের উপর মাসব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে। প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের তৈরি বিভিন্ন হস্তশিল্প পন্য বাজারজাতকরণেও সহায়তা দেবে এনআরডিএস।
সোমবার সুবর্ণচর উপজেলার চর কাজী মোখলেস এলাকার অব্যাহত শিক্ষা কেন্দ্রে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অব্যাহত শিক্ষা কেন্দ্রের সভাপতি আহমদ উল্যাহ, হিরুমি রেজি: প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, এনআরডিএস এর কর্মকর্তা শহীদুল ইসলাম মুকুল। প্রসঙ্গত: গণসাক্ষরতা অভিযানের সহায়তায় নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি – এনআরডিএস চর কাজী মোখলেসে শিক্ষার অধিকার বঞ্চিত প্রান্তিক মানুষের সাক্ষরতা উত্তর অব্যাহত শিক্ষার চর্চা ধরে রাখার লক্ষ্যে ২০০৮ সালে একটি অব্যাহত শিক্ষাকেন্দ্র চালু করে। কেন্দ্রে ৬০ জন শিক্ষার্থীর জন্য নিয়মিত সাক্ষরতা ক্লাস পরিচালনা পাশাপাশি রয়েছে বইপত্র, দৈনিক পত্রিকা, ম্যাগাজিন পড়া ও টেলিভিশনের মাধ্যমে শিক্ষামূলক অনুষ্ঠান দেখার ব্যবস্থা। এরই ধারাবাহিকতায় সুবিধা বঞ্চিত নারীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেয়া হয়।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.