সর্বশেষ

নোয়াখালীতে শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক গণশুনানী


শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার বিষয়ক এক গণশুনানী শনিবার নোয়াখালী বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংস্থা পার্টিসিপেটরি রিসার্চ ও অ্যাকশান নেটওয়ার্ক- প্রান ও সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র আয়োজিত এ গণশুনানীতে স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে বঞ্চনার শিকার হতদরিদ্র মানুষ তাদের সাক্ষ্য প্রদান করেন। সাক্ষ্য শুনে সাংবাদিক, জনপ্রতিনিধি, আইনজীবী ও শিক্ষকের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল সেবাখাতে প্রান্তিক জনগোষ্ঠির অভিগম্যতা বাড়ানোর তাগিদ দিয়ে রায় ঘোষণা করেন।
রায়ে বলা হয়, শিক্ষা ও স্বাস্থ্যের মত গুরুত্বপূর্ণ নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। তাই গুরুত্বপূর্ণ এসব সেবাখাতকে বাণিজ্যের খাত হিসেবে বিবেচনা না করে সাংবিধানিক দায়বদ্ধতা হিসেবে বিবেচনা করতে হবে এবং তা নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। 

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.