সর্বশেষ

নোবিপ্রবিতে ২য় পর্যায়ের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২য় পর্যায়ের উন্নয়ন প্রকল্পের শনিবার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সকালে তথ্য মন্ত্রণালয় সম্পকৃতি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেডিয়াম সদস্য ওবায়দুল কাদের এমপি আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ একরামুল করীম চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ড. সঞ্জয় কুমার অধিকারী, রেজিষ্টার প্রফেসর মমিনুল হক , ট্রেজারার প্রফেসর মোস্তাফিজুর রহমান।
বিশ্ববিদ্যায়রের নির্বাহী প্রকৌশলী মোঃ জামাল হোসেন জানান, আট কোটি টাকা ব্যায়ে ২য় পর্যায়ের প্রকল্পের অধীন এখন একটি ছাত্রাবাস, আগের দুইটি ছাত্রাবাসের সম্প্রসারণ এবং একটি পুর্ণাঙ্গ একাডেমিক ভবন নির্মাণ করা হবে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক সমস্যা অনেকটা লাঘব হবে।

      প্রসঙ্গত: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসিক সমস্যাসহ বিভিন্ন দাবিতে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন এবং ক্লাস বর্জনসহ নানা কর্মসুচী পালন করে আসছিলেন।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.