নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২য় পর্যায়ের উন্নয়ন প্রকল্পের শনিবার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সকালে তথ্য মন্ত্রণালয় সম্পকৃতি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেডিয়াম সদস্য ওবায়দুল কাদের এমপি আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ একরামুল করীম চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ড. সঞ্জয় কুমার অধিকারী, রেজিষ্টার প্রফেসর মমিনুল হক , ট্রেজারার প্রফেসর মোস্তাফিজুর রহমান।
বিশ্ববিদ্যায়রের নির্বাহী প্রকৌশলী মোঃ জামাল হোসেন জানান, আট কোটি টাকা ব্যায়ে ২য় পর্যায়ের প্রকল্পের অধীন এখন একটি ছাত্রাবাস, আগের দুইটি ছাত্রাবাসের সম্প্রসারণ এবং একটি পুর্ণাঙ্গ একাডেমিক ভবন নির্মাণ করা হবে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক সমস্যা অনেকটা লাঘব হবে।
প্রসঙ্গত: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসিক সমস্যাসহ বিভিন্ন দাবিতে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন এবং ক্লাস বর্জনসহ নানা কর্মসুচী পালন করে আসছিলেন।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।