অবশেষে নোয়াখালীর দক্ষিণ উপক’লীয় চরাঞ্চলসহ দুর্গম এলাকার গরীব অসহায় মানুষের পক্ষে সরকারি হাসপাতালে এস বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ তৈরি হলো। কারণ জেলাবাসীর সরকারি স্বাস্থ্যসেবা প্রাপ্তির ভরসাস্থল নোয়াখালী জেনারেল হাসপাতালের এ্যাম্বুলেন্স সংকট এখন আর থাকছেনা। নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বৃহস্পতিবার সকালে হাসপাতালের তত্ত্ববধায়ক ডাঃ ফরিদ উদ্দিন আহম্মদের কাছে একটি এ্যাম্বুলেন্স হস্তান্তর করেন । একই সময় সংসদ সদস্য হাসপাতালের তত্ত্ববধায়কের জন্যও একটি গাড়ি হস্তান্তর করা হয়।
এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, স্বাস্থসেবা কমিটির সদস্য অধ্যক্ষ বেলাল উদ্দিন কিরন, সিভিল সার্জন ডাঃ নুরুল ইসলামসহ নোয়াখালী জেনারেল হাসপাতালের সকল ডাক্তার, নার্স, হাসপাতালে চিকিৎসাধীন ও চিকিৎসা নিতে আসা রোগীরা উপস্থিত ছিলেন। সকাল ১০টায় এম্বুল্যান্সটি হস্তান্তরের সময় হাসপাতাল চত্বরে রীতিমতো উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত: নোয়াখালীর নয় উপজেলার ২৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির শেষ ভরাসা এ নোয়াখালী জেনারেল হাসপাতালের একটি এম্ব্যুলেন্স দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে ছিল। আরেকটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিলো দীর্ঘদিন ধরে। অথচ আড়াইশ শয্যার এই হাসপাতালে ইনডোরেই ভর্তি থাকে চার’শ থেকে সাড়ে চার’শ রোগী ভর্তি থাকে। পাশাপাশি আউটডোর এবং ইমার্জেন্সিতো রয়েছেই।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।