মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
নোয়াখালীতে ইউপি নারী সদস্যদের ক্ষমতায়ন বিষয়ক জনতার মুখোমুখি অনুষ্ঠান
ইউনিয়ন পরিষদের নারী সদস্যদের ক্ষমতায়ন: সমস্যা ও সম্ভাবনা শীর্ষক এক জনতার মুখোমুখি অনুষ্ঠান মঙ্গলবার নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দাতাসংস্থা আর্টিকেল ১৯ সহায়তায় অনুষ্ঠানটির আয়োজন করে গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংস্থা ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার(এমএমসি)। সুপ্র’র জাতীয় কমিটির সভাপতি আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মোহাম্মদ উল্লাহ।
অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নে উত্তর দেন সোন্দলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম ও অশ্বদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মজনু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আর্টিকেল ১৯’র প্রোগ্রাম অফিসার রাফাতুর রহমান রুবা, এম এমসি’র প্রোগ্রাম অফিসার গাজী সহিদ ও আবু নাছের মঞ্জু, জেলা জাসদের সাধারন সম্পাদক আ্যডভোকেট আজিজুল হক বকষি, সাংবাদিক মাহমুদুল হক ফয়েজ, আকবর হোসেন সোহাগ, গোলাম মহিউদ্দিন নসু, নাছির উদ্দি শাহ নয়ন, এআর আজাদ সোহেল, নজরুল ইসলাম, নাসিমা মুন্নি , দিদারুল আলম, ইউপি সদস্য রৌশন আক্তার লাকি, ক্রিড়াবীদ জহির উদ্দিন।
বক্তারা জনগণের সবচেয়ে কাছের স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে ইউনিয়ন পরিষদকে কার্যকর করে তুলতে নির্বাচিত নারী সদস্যদের ক্ষমতায়ন নিশ্চিত করার সুপারিশ করেন। এলক্ষ্যে রাজনৈতিক সিদ্ধান্তবাস্তব সম্মত আইন ও নীতি প্রনয়ন এবং তা বাস্তবায়নের প্রতি গুরুত্বারোপ করেন।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।