মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে ২৬ জানুয়ারী মঙ্গলবার রাত ৮টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল রাজনৈতিক দলের সহবাস্থানে থেকে সম্প্রীতি বজায় রেখে আইন-শৃংখলা স্বাভাবিক অবস্থায় রাখার জন্য সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা হয়।
সভায় রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দ খোলামেলা প্রাণবন্ত আলোচনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, পৌর মেয়র কামাল উদ্দিন চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান আবদুল কাদের মির্জা, উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, পৌর আ’লীগের সভাপতি মিজানুর রহমান সাজু, উপজেলা বিএনপি সভাপতি আবদুল হাই সেলিম, সাধারণ সম্পাদক নূরুল আলম সিকদার, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ বেলায়েত হোসেন, পৌর আমীর মাওলানা মোশারেফ হোসেন, জাতীয় পাটির সভাপতি জিয়াউল হক জিয়া, আমিনুর রহমান মিন্টু, উপজেলা জাসদের সভাপতি আবু ছায়েদ চেয়ারম্যান, ছাত্রলীগ সাধারণ সম্পাদক লুৎফুর রহমান কচি প্রমূখ।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।