ভূমিহীনদের মধ্যে চরের খাসজমি বন্টন, টিআর, কাবিখা, বিজিএফ, বয়স্ক ভাতা ও বিধবা ভাতা বিতরণে অনিয়ম-দুর্নীতি বন্ধ করাসহ ৯ দফা দাবিতে বুধবার নোয়াখালীতে খেতমজুর ইউনিয়ন বিক্ষোভ সমাবেশ করে ডিসিকে স্মারকলিপি দেয়।
দুপুরে ভূমিহীন নারী পুরুষদের বিক্ষোভ মিছিলটি জেলা শহর মাইজদীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গণে আমিন উল্যাহ মাঝির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমরেড আনোয়ার হোসেন, শাহ আলম, কামরুজ্জামান মোহন, কাজী এনামুল হক, বাবর চৌধুরী।
সমাবেশ শেষে ৯ দফা দাবি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়া হয়।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।