মো. শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর পাঁচ ঘাতকের ফাঁসির কার্যকর করায় নেতাকর্মীরা আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করে। যোহরের নামাজ শেষে উপজেলার সকল মসজিদে বিশেষ মোনাজাত করা হয়।
আ’লীগের নেতৃবৃন্দরা দলীয় কার্যালয়ে পলাতক খুনি খন্দকার আবদুর রশীদ, মোসলে উদ্দিন, রাসেদ চৌধুরী, নুর চৌধুরী, রফিকুল হক ডালিম, আহমদ শরফুল হোসেন, আবদুল মাজেদ, কিসমত হাসেম, নাজমুল হোসেন আনসারকে দেশে এনে তাদের ফাঁসির কার্যকর করার দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাবেক পৌর চেয়ারম্যান আবদুল কাদের মির্জা, পৌর আ’লীগের সভাপতি মিজানুর রহমান সাজু, সাধারণ সম্পাদক রেয়াজুল হক লিটন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান বাদল, ছাত্রলীগের সভাপতি জাহেদুল হক কচি প্রমূখ।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।