নোয়াখালীর কোম্পানীগঞ্জে সিএনজি শ্রমিকদের ১০ দফা দাবীতে ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিন মঙ্গলবার সিএনজি শ্রমিকর ২টি গাড়ী ও একটি দোকান ভাংচুর করে। এসময় যাত্রী ও ড্রাইভারসহ ৫ জন আহত হয়। ভাংচুরের ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় ২টি পৃথক পৃথক অভিযোগ দায়ের করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে ধর্মঘট চলাকালে বসুরহাট বাজারের পুরাতন বাসষ্ট্যান্ডে একটি সিএনজিতে রোগী নিয়ে আসার পথে শ্রমিকরা বাধা দিলে যাত্রী শ্রমিকদের মধ্যে সংর্ঘর্ষে সৃষ্টি হয়। শ্রমিকরা একটি সিএনজি ও একটি বাস ভাংচুর করে। এসময় যাত্রী ও ড্রাইভারসহ ৫জন আহত হয়। আহতদের কোম্পানীগঞ্জে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। সিএনজি মালিক সমিতির পক্ষ থেকে বিকেল ৫টায় মাইকিং করে অনির্দিষ্টকালের জন্য সিএনজি বন্ধ ঘোষণা করলে শ্রমিক খলিলের নেতৃত্বে ৬/৫জন সিএনজি মালিক সমিতির সেক্রেটারী সোহাগ চৌধুরীর তেলের দোকান চৌধুরী অয়েল ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসলে শ্রমিকেরা পালিয়ে যায়।
অন্যদিকে পুুরাতন বাসষ্ট্যান্ডসহ বসুরহাট বাজারের বিভিন্ন সড়কে পুলিশ মোতায়েন করা হয়। ধর্মঘটের কারনে কোম্পানীগঞ্জে দূর-দূরাত্বের যাত্রীদের চরম ভোগান্তি পড়তে হয়।
এব্যাপারে সিএনজি মালিক সমিতির সেক্রেটারী সোহাগ চৌধুরী জানান, মালিক পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য সিএনজি বন্ধ ঘোষনা করা হয়। এছাড়া আমার দোকান ভাংচুর ও সিএনজি ভাংচুরসহ যাত্রীদেরকে মারধরের কারণে আমি বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছি।
প্রসঙ্গত: রবিবার সন্ধ্যায় সিএনজি মালিক সমিতি অফিসে শ্রমিকেরা তাদের ১০দফা দাবী দিলে মালিক পক্ষ তা মেনে না নেওয়ায় সোমবার থেকে অনির্দ্দিষ্ট কালের জন্য ধর্মঘটের ডাকা হয়।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।