কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ছোট ফেণী নদী ভাঙ্গন কবলিত কদমতলা এলাকায় ৩দিন ব্যাপী বৈশাখী মেলা আজ শনিবার থেকে শুরু হচ্ছে। বাংলা নববর্ষ যেমন সুর ও সঙ্গীতের, মেলা ও মিলনের, আনন্দ-আবাহনের, তেমনই সাহস ও সংকল্পের। নূতন প্রতিজ্ঞায় ও প্রত্যাশায় বুক বাঁধার দিন ৪ঠা বৈশাখ থেকে প্রাকৃতিক অপরূপ সৌন্দয্য মন্ডিত পরিবেশে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।
ইতিমধ্যে জনমনে ব্যাপক উৎসাহ উদ্দিপনার সাড়া পাওয়া যাচ্ছে। মেলায় নাগর দোলা, নদী ভ্রমন, মৌসুমী পিঠা, পান্তা ইলিশ, কুঠির শিল্প, লোকজ সংস্কৃতিসহ ব্যাপক আয়োজন করা হচ্ছে। মেলার আয়োজক কমিটিতে রয়েছেন পৌর বিদ্যা নিকেতনের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সাবেক ইউপি চেয়ারম্যান ওবায়দল হক খান, নুরুল হক, আবদুল হালিম, দিলিপ কুমার মন্টু, আবু নাছের মেম্বার, ছানা উল্যাহ, আবুল হোসেন সীম্যান, জামাল হকসহ এলাকার সকল দলমত শ্রেণী পেশার নেতৃবৃন্দ। মেলা পরিচালনার অন্যতম সদস্য মনিরুজ্জামান জানান, নদী ভাঙ্গন কবলিত এলাকার সকল স্তরের মানুষের দৃষ্টি আর্কষন করার জন্য পর্যটক ও বিভিন্ন মিডিয়ার সহযোগিতা কামনা এবং নদী পাড়ের ছিন্নমূল মানুষকে নুন্যতম আনন্দ দানই এ মেলার প্রধান উদ্দ্যেশ্য।
মো. শরফুদ্দিন শাহীন
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।