সর্বশেষ

কোম্পানীগঞ্জে এল সি এস নারী শ্রমিকদের মাঝে লভ্যাংশের টাকা বিতরণ


কোম্পানীগঞ্জ  প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রকৌশলী এলজিইডির মিডপিসিআর প্রকল্পের আওতায় দিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম বাজার অবকাঠামো উন্নয়ন ও শেড নির্মাণ কাজে নিয়োজিত নারী শ্রমিকের মাঝে লভ্যাংশের টাকা বিতরণ করা হয়েছে। ৩১জন শ্রমিককে দিন প্রতি ৪শ ৯০টাকা হারে সর্বমোট ২ লাখ ৯৬ হাজার টাকা বিতরণ করা হয়। লভ্যাংশ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেন।
বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা পারভীন, জোনাল সহকারী প্রকৌশলী ফকরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদগ ইব্রাহীম খলিল, মিডপিসিআর সহকারী প্রকৌশলী জাহাঙ্গির আলম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, মোঃ রইস উদ্দিন প্রমূখ। ৩১জন নারী শ্রমিকের মধ্যে জাহানারা বেগম ১০৯দিন কাজ করে ৪৮হাজার ৬শ ৫৫টাকা, সাহানা বেগম ১০৫দিন কাজ করে ৪৬ হাজার ৮শ ৭০টাকা, রাজিয়া বেগম ৬৩দিন কাজ করে ৩০হাজার ৯শ ১০টাকা পেয়ে সর্বোচ্চ লভ্যাংশ টাকা পেয়েছেন। এ ছাড়াও প্রতিদিন একজন নারী শ্রমিক ৮০টাকা হারে শ্রম মজুরী পেয়েছে। দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামা বাজারে নারী শ্রমিকদের নির্মিত শেডে তাদের কর্মসংস্থানের জন্য আগ্রহীদের দোকান বরাদ্দ দিয়ে ব্যবসা করার সুযোগ দেয়া হবে।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.