মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
চরের খাস জমি পেলেন নোয়াখালীর ১০৭ ভূমিহীন
নোয়াখালীর উপকূলীয় চরের ১০৭ জন ভূমিহীনের মাঝে খাসজমির দাগ খতিয়ান হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার সুবর্ণচর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক মো: মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে ভূমিহীনদের মাঝে বন্দোবস্তকৃত কৃষি জমির মালিকানার খতিয়ান তুলে দেন।
এ উপলক্ষ্যে সকালে কেয়ার বাংলাদেশ ও সাগরিকা সামাজ উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপত্বি করেন নির্বাহী কর্মকর্তা সানাউল হক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেয়ার বাংলাদেশ’র আঞ্চলিক সমন্বয়কারী এস .এম খালেকুজ্জামান, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এম. এ আব্দুল মতিন, চরক্লার্ক ইউনিয়নের চেয়ারম্যান খায়রুল আলম সেলিম, ভূমিহীন বেগম জরিনা, আলা উদ্দিন, কবির মেস্ত্রী। ‘
জমির খতিয়ান হাতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন অনেক ভূমিহীন। চরবাটার ভুমিহীন কৃষক আমিন উল্লা বলেন,এতদিন অবৈধ দখলদার আছিলাম, মনে মনে নিজেরে অপরাধী মনে অই-ত। আইজ এই খতিয়ানের মাধ্যমে চরের খাস জমির বন্দোবস্ত হাই আনন্দে বুক ভরি গেছে। এইবার অন্তত বৌ-হোলাহাইন লই শান্তিতে থাইকবার জায়গা হাইলাম।’
সংশ্লিষ্ট সুত্রে জানায়, ইউএসএআইডির আর্থিক সহযোগিতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও কেয়ার বাংলাদেশ এর যৌথ উদ্যোগে সৌহার্দ্য কর্মসূচীর আওতায় চরক্লার্কের ৪৪ জন, চরজব্বারের ২১ জন ও চরজুবলী ইউনিয়নের ৪২টিসহ ১০৭টি ভূমিহীন পরিবারের মাঝে সরকারি খাস খতিয়ানের ১৩৯ একর ৩৪ শতক জমি স্থায়ী বন্দোবস্তের দাগ-খতিয়ান হস্তান্তর করা হয়।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।