নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত বসুরহাট একাডেমীর অভিভাবক সমাবেশ ও আলহাজ্ব সুলতান আনোয়ারা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান সোমবার সকাল ১০টায় বসুরহাট পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খাজা আবুল খায়ের বিএ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, বসুরহাট পৌরসভার সাবেক চেয়ারম্যান আবদুল কাদের মির্জা।
নোয়াখালী কন্ঠের সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু, অধ্যাপক আবুল বাশার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুলতান আহমেদ চৌধুরী, সম্পাদক আমীর হোসেন বিএসসি, বিশিষ্ট ব্যবসায়ী ফারুকুল ইসলাম ফারুক, অভিভাবক মাইন উদ্দিন সাজু, খুরশিদ আলম, শরিয়ত উল্যাহ, পান্না প্রমূখ বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, বসুরহাট একাডেমীর অধ্যক্ষ মুহাম্মদ শরিয়ত উল্্যা ফুটন। অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত ১৩৫জন শিক্ষার্থীকে বৃত্তির ৮৮হাজার টাকা প্রদান করা হয়। অন্যদিকে বার্ষিক পরীক্ষায় একাডেমীর ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ২৪জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য যে, বসুরহাট একাডেমীর শিক্ষার্থীরা বিভিন্ন সরকারী ও বেসরকারী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৩১২টি বৃত্তি অর্জন করে।
- মো. শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ