মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
নোয়াখালীতে নকশা এবং পণ্য উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
সম্প্রতি নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের কারুশিল্পীদের কারুপণ্যের ডিজাইন তৈরী বিষয়ক নকশা এবং পণ্য উন্নয়ন বিষয়ক দু’দিন ব্যাপী কর্মশালা সংস্থার বিনোদপুর প্রশিক্ষন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।কর্মশালায় কারুপণ্য উন্নয়নের সাথে যুক্ত ২২ জন ক্ষুদ্র উদ্যোক্তা এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালার উদ্বোধনী অধিবেশনে সংস্থার প্রধান সমন্বয়কারী আবদুল আউয়াল বলেন, কারুপণ্য আমাদের ঐতিহ্য আর কারুশিল্পীরা আমাদের সম্পদ ব্যক্তি। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে জাগ্রত করতে কারিশিল্পীদের আমাদের সহায়তা করা চাই। তাদের আর্থিক পরিবর্তন ঘটানোর জন্য আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে আসা চাই। তাদের উৎপাদিত পন্যের নকশা বাজার উপযোগী না হলে তা কখনই সম্ভব নয়। আত্ন-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কারুশিল্পের কোন বিকল্প নেই। উল্লেখ্য যে, দাতা সংস্থা ডানিডা’র সহযোগিতায় ক্ষুদ্র কারুপণ্য উৎপাদক উন্নয়ন প্রকল্পের আওতায় নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের ৫০০ কারুশিল্পী গ্রামাঞ্চলে নিজ উৎপাদন কেন্দ্রে বসে বিভিন্ন বিষয়ে যেমন, হাতে কলমে হাতে সেলাই, পটারি, বাস্কেটরি, বাঁশবেত, বটনীপাটি তৈরী প্রশিক্ষণ গ্রহণ করছেন। এসকল উৎপাদন কেন্দ্র থেকে উৎপাদিত পণ্য স্থানীয় এবং আন্তর্জাতিক বাজার উপযোগী করে গড়ে তোলা এবং সাথে সাথে কারুশিল্পীদের জীবনমান উন্নয়ন এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। বৃহত্তর নোয়াখালীর সংগঠিত যে কোন আগ্রহী কারুপণ্য উদ্যোক্তা আগ্রহী হলে এনআরডিএস এর সাথে যোগাযোগের মাধ্যমে তার পণ্য উন্নয়ন সেবা গ্রহণ করতে পারেন। কর্মশালায় মূল সহায়কের ভূমিকায় ছিলেন বিশিষ্ট ডিজাইনার জনাব চন্দ্র শেখর সাহা।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।