নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকালে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সংক্রান্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের লক্ষ্যে সহজভাবে মানুষকে সেবাদান, দুর্নীতি মুক্ত প্রশাসন ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে ও ২০২১ সালের মধ্যে ডিজিটালের আওতায় সকল কার্যক্রম বাস্তবায়নের পরিচালনা এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান আলোচক ছিলেন, নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। এ অন্যান্যদের মধ্যে সেমিনারে উপস্থিত ছিলেন, উপজেলা নির্মাহী কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মানোয়ার হোসেন মোল্লা, সরকারী মুজিব কলেজ অধ্যক্ষ ফারুক ভুইয়া. উপজেলার সকল কর্মকর্তা, সিরাজপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু ছায়েদ, সফিকুল ইসলাম সোহাগ, নুরুল আলম শিকদার, আনছার উল্যাহ, নুরুল আমিন, নুর আলম, মোশারেফ হোসেন বাহার, সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
- মোঃ শরফুদ্দিন শাহীন