প্রতারনা মামলায় দারুল ইহসান বিশ্ববিদ্যালয় নোয়াখালী ক্যাম্পাসের ৭ কর্মকর্তাকে সোমবার নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শাহ মো: জাকির হাসানের আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আবদুর রহমান জানান, নোয়াখালী ক্যাম্পাসের আইন বিভাগের ছাত্র কায়সার হামিদ রকির দায়ের করা মামলায় বিশ্ববিদ্যালয়ের পরিচালক মোস্তাফিজুর রহমান, পরিচালক (প্রশাসন) জিয়াউর রহমান জিয়া, প্রশাসনিক কর্মকর্তা জিয়াউল হক ফরহাদ, কমিউনিকেশন অফিসার নিজাম উদ্দিন সুমন, কো-অর্ডিনেটর সাইফুদ্দিন, শেয়ার হোল্ডার একরামুল হক ফিরোজ ও সেকশন অফিসার গোলাম রেজা পলাশ আত্মসমর্পণ করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামীদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
অনুমোদন ছাড়া নোয়াখালী ক্যাম্পাস খুলে প্রতারণা ও অর্থ আত্মসাতের দায়ে গত ৪ এপ্রিল কায়সার হামিদ রকি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শাহ মো: জাকির হাসানের আদালতে ৭ কর্মকর্তাকে আসামী করে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে এফআইআর হিসেবে গন্য করার জন্য সুধারাম থানাকে নির্দেশ দেন। এরই মধ্যে আসামী হাইকোটে জামিন আবেদন করলে হাইকোট আসামীদের সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসর্মপনের নির্দেশ দেন।
এদিকে ২৩ মে আইন বিভাগের ছাত্র মো: নূরুল্লাহর দায়ের করা পৃথক একটি প্রতারণা মামলায় চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হুমায়ন কবিরের আদালত নোয়াখালী ক্যাম্পাসের ১১ কর্মকর্তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।